সূত্র মতে, রবিবার (২৩ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ আগস্ট। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা করবে কোম্পানিটি।
জানা গেছে, গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন লভ্যাংশ পাবেন রুপালী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগকারীরা। গত বছর (২০২১ সাল) বিনিয়োগকারীদের জন্য নগদ ১৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০২০ সালে কোম্পানিটি ১৩ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এর আগের দুই বছর (২০১৮ ও ২০১৯ সাল) নগদ ১২ শতাংশ করে লভ্যাংশ পেয়েছিল রুপালী লাইফের বিনিয়োগকারীরা। ২০১৯ সালে নগদের সঙ্গে ২ শতাংশ বোনাস লভ্যাংশও দেয় বিমা খাতের কোম্পানিটি।