ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবসে রূপালী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৫০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রূপালী ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.২২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৮.৭৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.৮৭ শতাংশ,প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৭০ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৬৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.৫৭ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর ৬.০৮ শতাংশ বেড়েছে।