তুরস্কে ফের ভূমিকম্প

তুরস্কে ফের ভূমিকম্প

তুরস্কে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের দুযোর্গ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার স্থানীয় সময় ৮টা ৪৪ মিনিটে দক্ষিণ তুরস্কের আদানা প্রদেশে এই ভূমিকম্প আঘাত হনে।


ভূমিকম্পের কেন্দ্র ছিল কোজান জেলা। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার।


শহরের সিটি সেন্টার এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে তারা সড়কে অবস্থান নেন।


প্রাথমিক প্রতিবেদন অনুসারে, বড় ধরনের ক্ষতি হয়নি এবং হতাহতেরও তথ্য মেলেনি।


গত ফেব্রুয়ারিতে তুরস্কে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। এতে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না