ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৯ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮৩ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৩৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৮ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৭৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৯২ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– নাভানা ফার্মার ৯.৫৪ শতাংশ, মেঘনা পেটের ৯.০২ শতাংশ, রংপুর ডেইরীর ৮.৯৫ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলের ৮.৮৫ শতাংশ, ইয়াকি পলিমারের ৮.৬০ শতাংশ, সিমটেক্সের ৮.২৭ শতাংশ এবং ফার কেমিক্যালের ৭.৪৪ শতাংশ।