ইবিতে সুবিধাবঞ্চিতদের নিয়ে তারুণ্যের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ইবিতে সুবিধাবঞ্চিতদের নিয়ে তারুণ্যের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্যের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মো. ইয়ামিন মাসুম। এবং তারুণ্যের বর্তমান সভাপতি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মারুফ হোসাইন ও সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রিফাত মাশরাফি প্রত্যয় উপস্থিত ছিলেন।

এছাড়া সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ ইয়েতিমখানা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মো. ইয়ামিন মাসুম বলেন, সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এই তারুণ্যের মাধ্যমে তা সম্পন্ন করা যায়। এছাড়া, আমাদের পুঁথিগত শিক্ষার বাস্তবিক প্রতিফলন এ তারুণ্যের মাধ্যমে ঘটানো সম্ভব।

তিনি আরও বলেন, উপস্থিত শিশুরা এখন থেকেই তোমাদের স্বপ্ন দেখতে হবে। প্রতিবন্ধকতা দূর করে যেনো তোমরা অনেক বড় হতে পারো।

এ সময় তারুণ্যের সভাপতি মো. মারুফ হোসাইন বলেন, আমরা এই তারুণ্যে সদস্যদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় ও আমাদের সমাজের উন্নয়ন ও সমৃদ্ধি করি। বিগত ১৪ বছরে এই তারুণ্য ১৮২টি যোগ্যতাসম্পন্ন নেতা তৈরি করেছে, ১০,০০০ অধিক রক্ত দান করেছে, ২০ এর অধিক বার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার-পরিছন্ন করেছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কল্যাণময় কর্মসূচি পালন করেছে। এ কল্যাণের ধারা চলমান রাখবে তারুণ্য।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিতদের নিয়ে কেক কাটা ও খেলাধুলা এবং সদস্যদের জন্য ট্রেজার হান্ট খেলাধুলার মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি