শনিবার (২৯ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মো. ইয়ামিন মাসুম। এবং তারুণ্যের বর্তমান সভাপতি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মারুফ হোসাইন ও সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রিফাত মাশরাফি প্রত্যয় উপস্থিত ছিলেন।
এছাড়া সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ ইয়েতিমখানা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মো. ইয়ামিন মাসুম বলেন, সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এই তারুণ্যের মাধ্যমে তা সম্পন্ন করা যায়। এছাড়া, আমাদের পুঁথিগত শিক্ষার বাস্তবিক প্রতিফলন এ তারুণ্যের মাধ্যমে ঘটানো সম্ভব।
তিনি আরও বলেন, উপস্থিত শিশুরা এখন থেকেই তোমাদের স্বপ্ন দেখতে হবে। প্রতিবন্ধকতা দূর করে যেনো তোমরা অনেক বড় হতে পারো।
এ সময় তারুণ্যের সভাপতি মো. মারুফ হোসাইন বলেন, আমরা এই তারুণ্যে সদস্যদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় ও আমাদের সমাজের উন্নয়ন ও সমৃদ্ধি করি। বিগত ১৪ বছরে এই তারুণ্য ১৮২টি যোগ্যতাসম্পন্ন নেতা তৈরি করেছে, ১০,০০০ অধিক রক্ত দান করেছে, ২০ এর অধিক বার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার-পরিছন্ন করেছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কল্যাণময় কর্মসূচি পালন করেছে। এ কল্যাণের ধারা চলমান রাখবে তারুণ্য।
উল্লেখ্য, সুবিধাবঞ্চিতদের নিয়ে কেক কাটা ও খেলাধুলা এবং সদস্যদের জন্য ট্রেজার হান্ট খেলাধুলার মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।