ভারতের রিজার্ভ কমেছে ১৯০ কোটি ডলার

ভারতের রিজার্ভ কমেছে ১৯০ কোটি ডলার
ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ কমেছে। ২১ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ ১ দশমিক ৯ বিলিয়ন বা ১৯০ কোটি ডলার কমেছে। এ কারণে সেই সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ ৬০৭ দশমিক শূন্য ৩ বিলিয়ন বা ৬০ হাজার ৭০৩ কোটি ডলারে নেমে এসেছে। খবর ইকোনমিক টাইমসের।

তবে এর আগের সপ্তাহে দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ বেড়েছিল। ১৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ ১২ দশমিক ৭৪ বিলিয়ন বা ১ হাজার ২৭৪ কোটি ডলার বেড়েছিল।

এ ছাড়া রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পরিসংখ্যান অনুসারে, ভারতের বিদেশি মুদ্রায় রক্ষিত সম্পদের পরিমাণও কমেছে। ২১ জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রায় রক্ষিত সম্পদের পরিমাণ ২৪১ কোটি ডলার কমেছে। এই সম্পদের মূল্য ডলারে প্রকাশিত হলেও ইউরো, পাউন্ড ও ইয়েনের মতো মুদ্রার দরপতন ও উত্থানের প্রতিফলন এতে দেখা যায়।

তবে ভারতের সোনা রিজার্ভের পরিমাণ বেড়েছে। ২১ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেখা গেছে, ভারতের সোনা রিজার্ভের পরিমাণ ৪১ কোটি ৭০ লাখ ডলার বেড়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এসডিআরের পরিমাণ ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ ডলার কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৭ বিলিয়ন বা ১ হাজার ৮৪৭ কোটি ডলার।

সামগ্রিকভাবে আইএমএফের অনুমোদিত মুদ্রায় রক্ষিত ভারতের রিজার্ভের পরিমাণ ২ কোটি ১০ লাখ ডলার বৃদ্ধি পেয়ে ৫২০ কোটি ডলারে উন্নীত হয়েছে।

২০২১ সালের অক্টোবর মাসে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ রেকর্ড উচ্চতায় ওঠে। তখন রিজার্ভ দাঁড়ায় ৬৪৫ বিলিয়ন বা ৬৪ হাজার ৫০০ কোটি ডলারে। কিন্তু এর পর থেকে রুপির দরপতন ঠেকাতে আরবিআই ডলার বিক্রি শুরু করে; সেই সঙ্গে নানা বৈশ্বিক কারণেও ভারতের রিজার্ভ কমেছে।

তবে অনেক বিশ্লেষক বলেন, রিজার্ভ ১ শতাংশের কম হারে কমলে তা কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রতি সপ্তাহেই তা বাড়ে–কমে। ১ শতাংশের বেশি কমলে তখন তা গ্রাহ্য করার বিষয় হয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া