বিবরণী অনুসারে, ২০২২ সালে দলটির আয় ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। আয়ের প্রধান খাত ছিলো- মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি এবং সম্পত্তি থেকে আয়।
সোমবার নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণী থেকে জানা যায়, গত বছরে দলটির ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।
ব্যায়ের প্রধান খাতগুলো হলো- কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ভাড়া এবং প্রচার ও প্রকাশনা খরচ।
এছাড়া, দেশের প্রধান এই রাজনৈতিক দলটির ব্যাংকে জমা রয়েছে ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা। যার মধ্যে ২০২২ সালের উদ্বৃত্তি রয়েছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা।
আরও পড়ুন: এক বছরে বিএনপির আয় বেড়ে প্রায় ছয় কোটি টাকা
প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিরও) ১৯৭২ অনুসারে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের আগে তাদের আর্থিক বিবরণী জমা দিতে হয়।