সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪০ প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সি অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১ আগস্ট) কোম্পানিটির শেয়ারদর ৯ পয়সা বা ৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রুপালী ব্যাংকের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৬৭ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর ৪ দশমিক ২৯ শতাংশ কমেছে।
আজ ডিএসইতে সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদ/এসএম