ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৯১৮ বারে ১৮ লাখ ৩৫ হাজার ৬১৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ২৮৮ বারে ৯ লাখ ৬৭ হাজার ৮৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৬০৯ বারে ১৬ লাখ ৬৯ হাজার ৪৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিনোবাংলার ৭.৩৬ শতাংশ, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ডের ৬.৯২ শতাংশ, আজিজ পাইপসের ৬.৫১ শতাংশ, লিগাসি ফুটওয়ারের ৬.১৭ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.৪৮ শতাংশ এবং বীচ হ্যাচারির শেয়ার দর ৪.৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
অর্থসংবাদ/এমআই