সূত্র মতে, বুধবার (২ আগস্ট) জেএমআই হসপিটালের ৩৫ লাখ ২১০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩০ কোটি ২৯ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের আজ ২৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের লেনদেন হয়েছে ২১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এদিন ২০ কোটিট ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ছিল ১৮ কোটি ২৮ লাখ টাকা।
এছাড়াও জেমিনি সী ফুডের ১৭ কোটি ৯০ লাখ, ডেল্টা লাইফের ১৫ কোটি ৮৯ লাখ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৭১ লাখ, মেট্রো স্পিনিংয়ের ১৫ কোটি ৩৪ লাখ এবং এমারেল্ড অয়েলের ১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।