সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২ আগস্ট) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১৬ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের ৬ দশমিক ৭৬ শতাংশ শেয়ারদর বেড়েছে। আর ৫ দশমিক ৩৬ শতাংশ শেয়ারপ্রতি দর বাড়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বিচ রিসোর্ট, মেট্রো স্পিনিং, জেনারেশন নেক্সট, এমারেল্ড অয়েল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ক্যাবলস এবং স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসংবাদ/এসএম