জুনে ব্যাংকিং ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আমানত

জুনে ব্যাংকিং ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আমানত
সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের শেষ মাসে আমানত খাতে চমক দেখিয়েছে দেশের তফসিলি ব্যাংক। গত জুন মাসে ব্যাকিংখাতে আমানত বেড়েছে ৩১ হাজার কোটি টাকা। যা গত অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং ব্যাংকিং ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আমানত।

বাংলাদেশ ব্যাংকের এক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুন শেষে দেশের ব্যাংকখাতে গ্রাহকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার কোটি টাকা। যেখানে আগের মাস মে-তে ১৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা আমানত ছিল। অর্থাৎ এক মাসের ব্যবধানে আমানত বেড়েছে ৩১ হাজার কোটি টাকা।

উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংকিং সেবা নিয়ে কিছু নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় গত বছর থেকে দেশের ব্যাংকিং খাতের আমানতের প্রবৃদ্ধি কমতে থাকে। ২০২২ সালের নভেম্বরে ব্যাংক থেকে আমানত কমেছে ৩ হাজার ১৫৫ কোটি টাকা। এ ধারা চলতি সালের জানুয়ারি মাস পর্যন্ত অব্যাহত ছিলো। চলতি বছরের জানুয়ারি মাসেও ব্যাংকিংখাতে আমানত কমেছে ১ হাজার ৩৯৮ কোটি টাকা।

জানুয়ারির পর থেকে বাংলাদেশ ব্যাংক ও সরকারের নানান প্রচেষ্টায় ব্যাংকে পুনরায় আমানত বাড়তে শুরু করে। সর্বশেষ গত এপ্রিলে ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ২৪ হাজার ৯০২ কোটি টাকা। মে মাসেও ১৫ হাজার ৮৮১ কোটি টাকা আমানত বেড়েছে। কিন্তু জুনে আমানত প্রবৃদ্ধি হার প্রায় দ্বিগুণ বেড়েছে।

গত জুন মাসে আমানত বেড়েছে ৩১ হাজর কোটি টাকা, যা ব্যাংকিং ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২১ সালের জানুয়ারি মাসে এক মাসের ব্যবধানে ৩৪ হাজার ১৩২ কোটি টাকা আমানত বাড়ে। যা এখনো আমানত প্রবৃদ্ধির শীর্ষস্থান ধরে রেখেছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা