রূপালী ব্যাংকে ‘গ্রিন ব্যাংকিং অ্যান্ড সাস্টেইনেবল ফাইন্যান্স’ শীর্ষক প্রশিক্ষণ

রূপালী ব্যাংকে ‘গ্রিন ব্যাংকিং অ্যান্ড সাস্টেইনেবল ফাইন্যান্স’ শীর্ষক প্রশিক্ষণ

রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে `গ্রিন ব্যাংকিং অ্যান্ড সাস্টেইনেবল ফাইন্যান্স' শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩ আগস্ট) মতিঝিলস্থ রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় তিনি সরকারের এসডিজি বাস্তবায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা ও গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন।


এসময় রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন সভাপতির বক্তব্য উপস্থাপন করেন।


কর্মশালায় প্রধান আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। তাঁর বক্তব্যে পরিবেশ, সামাজিক ও গভর্ন্যান্সের (ইএসজি) সাথে টেকসই উন্নয়নের উপাদানগুলো যুক্ত করে টেকসই অর্থায়নের ধারণা পরিষ্কার করেন। ব্যাংকগুলোকে তাদের অর্থায়ন কার্যক্রমের মাধ্যমে কিভাবে এই লক্ষ্য অর্জন করা যায় তার কৌশল উল্লেখ করেন।


সহ-আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আহমেদ জোবায়ের মাহমুদ ও মো. আবু রায়হান। এতে ব্যাংকের মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী, শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন