বিআইসিএম’র শুদ্ধাচার পুরস্কার প্রদান

বিআইসিএম’র শুদ্ধাচার পুরস্কার প্রদান
সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যা‌পিটাল মার্কেটে (বিআইসিএম) শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মোঃ শাহ আলম, যুগ্মসচিব ড. নাহিদ হোসেন ও উপসচিব মোঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএম’র নির্বাহী প্রে‌সিডেন্ট ড.মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে মোট ৩টি ক্যাটাগরিতে ৬ জন কর্মচারীকে ২০২২-২৩ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে ২য়-৯ম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও প্রভাষক এস.এম. কালবীন ছালিমা; ১০ম-১৬তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ জিয়াউর রহমান ও ফটোকপি মেশিন অপারেটর জয় বাড়ৈ এবং ১৭তম-২০তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে অফিস সহায়ক মোঃ শাহজাহান ও নিরাপত্তারক্ষী মোঃ সাইফুল ইসলাম পুরস্কার পেয়েছেন।

নিয়মানুযায়ী পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক কর্মচারীকে একটি করে সনদপত্র ও ক্রেস্ট এবং ১ মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা প্রদান করা হয়।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি