বিআইসিএম’র শুদ্ধাচার পুরস্কার প্রদান

বিআইসিএম’র শুদ্ধাচার পুরস্কার প্রদান
সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যা‌পিটাল মার্কেটে (বিআইসিএম) শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মোঃ শাহ আলম, যুগ্মসচিব ড. নাহিদ হোসেন ও উপসচিব মোঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএম’র নির্বাহী প্রে‌সিডেন্ট ড.মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে মোট ৩টি ক্যাটাগরিতে ৬ জন কর্মচারীকে ২০২২-২৩ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে ২য়-৯ম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও প্রভাষক এস.এম. কালবীন ছালিমা; ১০ম-১৬তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ জিয়াউর রহমান ও ফটোকপি মেশিন অপারেটর জয় বাড়ৈ এবং ১৭তম-২০তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে অফিস সহায়ক মোঃ শাহজাহান ও নিরাপত্তারক্ষী মোঃ সাইফুল ইসলাম পুরস্কার পেয়েছেন।

নিয়মানুযায়ী পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক কর্মচারীকে একটি করে সনদপত্র ও ক্রেস্ট এবং ১ মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা প্রদান করা হয়।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন