ডিএসই’র ভুলে দরপতনের ৮ কোম্পানি পরিবর্তন

ডিএসই’র ভুলে দরপতনের ৮ কোম্পানি পরিবর্তন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সাপ্তাহিক দরপতনের তালিকায় ৮ কোম্পানির শেয়ার দর পরিবর্তন করা হয়েছে। মূলত গোঁজামিল তথ্য প্রকাশের কারণে সাপ্তাহিক প্রতিবেদনের এই তথ্য পরিবর্তন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পরিবর্তিত তালিকা অনুযায়ী, বিদায়ী সপ্তাহে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানির সর্বোচ্চ দরপতন ঘটেছে। প্রতিষ্ঠানটির শেয়ারে দরপতন ঘটে ১৫ দশমিক ০২ শতাংশ। দ্বিতীয় স্থানে অবস্থান করছে চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সমাপ্ত সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ারে দরপতন ঘটে ১২ দশমিক ২০ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে রূপালী ব্যাংকের শেয়ারে ১১ দশমিক ০৮ শতাংশ দরপতন ঘটেছে।

এর আগে গোঁজামিল তালিকায় রূপালী ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ দরপতন দেখানো হয়। যেখানে দরপতনের তালিকায় প্রতিষ্ঠানটি বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে। এছাড়া দরপতনের নতুন তালিকা অনুযায়ী ৮টি প্রতিষ্ঠানের শেয়ার দরে পরিবর্তন এসেছে। উভয় তালিকায় থাকা আরেকটি প্রতিষ্ঠানের নাম সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। আলোচ্য সময়ে কোম্পানিটির দরপতন ঘটেছে ৮ দশমিক ৩৩ শতাংশ।



এ ব্যাপারে জানতে চাইলে ডিএসইর গবেষণা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও এজিএম মো. মাহফুজুর রহমান অর্থসংবাদকে বলেন, দরপতনের তালিকা অফিসের এক্সেলে (মাইক্রোসফট এক্সেল) লিংক করা থাকে। হয়তো এক্সেল লিংকে কোথাও সমস্যা হয়েছে। বিষয়টি অফিসে গিয়ে জানাতে পারবো।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহম্মদ রেজাউল করিম অর্থসংবাদকে বলেন, বিষয়টি (গোঁজামিল তথ্য) ভুল কি না সেটি ডিএসই বলতে পারবে। যদি ভুল হয়ে থাকে তাহলে ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা না ঘটে সেজন্য বিএসইসি ব্যবস্থা গ্রহণ করবে।

দরপতনের নতুন তালিকা: মেঘনা ইন্স্যুরেন্স ১৫ দশমিক ০২ শতাংশ, চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স ১২ দশমিক ২০ শতাংশ, রূপালী ব্যাংক ১১ দশমিক ০৮ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ৯ দশমিক ৭৩ শতাংশ, ফু-ওয়াং ফুড ৯ দশমিক ৭১ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৯ দশমিক ২৫ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স ৮ দশমিক ৪৬ শতাংশ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স ৮ দশমিক ৪৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ৮ দশমিক ৩৩ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল ৮ দশমিক ৩৩ শতাংশ।

দরপতনের পুরনো তালিকা: রূপালী ব্যাংক ১১ দশমিক ০৮ শতাংশ, আল-আরফাহ ইসলামী ব্যাংক দশমিক ৪২ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংক দশমিক ৫৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৩ দশমিক ১৯ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ২ দশমিক ৮২ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ৮ দশমিক ৩৩, আফতাব অটোমোবাইলস ১ দশমিক ৮৫ শতাংশ, আজিজ পাইপস দশমিক ৯৫ শতাংশ, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি ৩ দশমিক ৫১ শতাংশ ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ১ দশমিক ৫৬ শতাংশ।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত