সিটি ব্যাংক ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

সিটি ব্যাংক ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
সিটি ব্যাংক এবং দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এতে সিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে সিটি ব্যাংক তার করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারে নতুন রিসার্চ ইউনিট তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করে দেবে। নতুন এই রিসার্চ ইউনিটের নাম ‘প্ল্যান্ট এন্ড এনিম্যাল ডিজিস ডায়াগনস্টিক ইউনিট।’

এর ফলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, ফিশারিজ অনুষদ, ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সেস অনুষদসহ অন্যান্য অনুষদের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক ও গবেষকগণ সুবিধা লাভ করবেন। যার মাধ্যমে ফসল, মাছ ও অন্যান্য প্রাণীর নতুন রোগ নির্ণয় করা সম্ভব হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশিদ, সিটি ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন