সিটি ব্যাংক ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

সিটি ব্যাংক ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
সিটি ব্যাংক এবং দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এতে সিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে সিটি ব্যাংক তার করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারে নতুন রিসার্চ ইউনিট তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করে দেবে। নতুন এই রিসার্চ ইউনিটের নাম ‘প্ল্যান্ট এন্ড এনিম্যাল ডিজিস ডায়াগনস্টিক ইউনিট।’

এর ফলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, ফিশারিজ অনুষদ, ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সেস অনুষদসহ অন্যান্য অনুষদের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক ও গবেষকগণ সুবিধা লাভ করবেন। যার মাধ্যমে ফসল, মাছ ও অন্যান্য প্রাণীর নতুন রোগ নির্ণয় করা সম্ভব হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশিদ, সিটি ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি