এর আগে ১৬ জুলাই কার্যক্রম শুরু মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান। এসময় আরো উপস্থতি ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের দুই ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম মোহসান ও এস এম বেলাল উদ্দিন।
২০২২ সালে প্রজেক্ট ‘হোয়াইট ক্যাপ’ নামের একটি প্রকল্প হাতে নেয় সংগঠনটি। এ বছর শুরু হলো এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম।
প্রজেক্টটির ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহীম খলিল ফয়সাল। তৃতীয় সেশনের ইন্সট্রাক্টর হিসাবে ছিলেন মো. মিজানুর রহমান রিয়াদ খান।
প্রকল্পটি সম্পর্কে জেসিআই ঢাকা ওয়েস্টের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ তৈরিতে ‘প্রজেক্ট হোয়াইট ক্যাপ-২’ একটি ক্ষুদ্র প্রয়াস। সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধিতে আমরা কাজ করব। আশা করছি গত বছরের মতো এবারো আমরা সফলতার সঙ্গে এই কার্যক্রম সম্পন্ন করতে পারবো।’
জানা যায়, এই ‘হোয়াইট ক্যাপ-২’ প্রকল্পে সংক্ষিপ্ত তালিকাভুক্ত অংশগ্রহণকারীদের পৃথক কম্পিউটার সম্পর্কিত সফট স্কিলের একাধিক কোর্সে জ্ঞানদান করা হবে এবং শিক্ষার্থীদের জন্য থাকছে সার্টিফিকেট এবং মেন্টরশিপ।
অর্থসংবাদ/এসএম