তিন হাজার কোটি টাকা মূল্যের বন্ড বিক্রির নিলাম সোমবার

তিন হাজার কোটি টাকা মূল্যের বন্ড বিক্রির নিলাম সোমবার
তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী সোমবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে এই নিলাম অনুষ্ঠিত হবে।

নিলামে ১০ বছর মেয়াদি তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) বন্ড ইস্যু করা হবে। ১০ বছর মেয়াদি বন্ডের জন্য বার্ষিক কাট-অফ-ইয়াল্ড হারে কুপন বা মুনাফা ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ হবে। নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও (নিজস্ব খাতে বা তাদের ব্যক্তি/ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য) প্রাইমারি ডিলারের মাধ্যমে অকশনে বিড দাখিল করতে পারবে। অভিহিত মূল্যে (ফেস ভ্যালু) প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে নিলামের তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এমআই মডিউলের মাধ্যমে বিড দাখিল করতে হবে।

তবে, বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে পূর্বে অনুসৃত ম্যানুয়াল পদ্ধতিতে বিড দাখিল করা যেতে পারে। নিলামে অংশগ্রহণের বিশদ পদ্ধতিগত নির্দেশনা এরই মধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পত্রযোগে জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি