আইফোন ব্যবহারে রাশিয়ার মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞা

আইফোন ব্যবহারে রাশিয়ার মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞা
রাশিয়ার ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের কর্মীদের দাপ্তরিক কাজে আইফোন ও আইপ্যাড ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রী মাকসুত শাদায়েভের বরাত দিয়ে গতকাল শুক্রবার (১১ আগস্ট) ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

এক অনলাইন কনফারেন্সে সাংবাদিকদের তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাক্সেস ও ইমেইল আদান-প্রদানে অ্যাপলের মোবাইল ডিভাইস, স্মার্টফোন ও ট্যাব ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’

তবে ব্যক্তিগত প্রয়োজনের কর্মীরা আইফোন ব্যবহার করতে পারবেন বলে জানান মন্ত্রী।

এর আগে রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফএসবি দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে অভিযানের ফলে হাজার হাজার অ্যাপল ডিভাইস বন্ধ করা হয়েছে। এর দুই মাস পরই মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞা এল।

ওই সময় এফএসবি দাবি করেছিল, অ্যাপলের সঙ্গে মিলে গুপ্তচরবৃত্তি করছে ইউএস ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। তবে মার্কিন টেক জায়ান্টটি এসব দাবি অস্বীকার করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না