ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতীয় শোক দিবস উপলক্ষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সংগঠনের সদস্যবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে নেতৃত্ব দেন ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিব।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সোহান সিদ্দিকী, দপ্তর সম্পাদক শাহরিয়ার রিমন, অর্থ সম্পাদক শাহীন আলম, ক্রীড়া সম্পাদক জীম আহমেদ, কার্যনির্বাহী সদস্য সামি, জাহিদ, ইমন, মং, সাকিবসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর পূর্বে, সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান (ভারপ্রাপ্ত)।
পরে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোকর্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পাদদেশে সমাবেত হয়।
এসময় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান।
পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বিভাগ, অনুষদ, হল, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
অর্থসংবাদ/এসএম