রক্ষণাবেক্ষণের কাজে বন্ধ এনআইডির সার্ভার

রক্ষণাবেক্ষণের কাজে বন্ধ এনআইডির সার্ভার
রক্ষণাবেক্ষণের কাজের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধ রয়েছে। তবে সার্ভারটি বিকেল ৫টা পর খুলে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল থেকে সার্ভারটি বন্ধ রয়েছে। বিকাল ৫টার পর্যন্ত বন্ধ রাখা হবে।

এর আগে এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন সার্ভার বন্ধ থাকার বিষয়টি গণমাধ্যমকে জানান। এতে জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট কাজ বন্ধ রয়েছে।

অশোক কুমার দেবনাথ জানান, বুধবার বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে সার্ভার। এনআইডি সার্ভার বন্ধ থাকায় অনেক ব্যাংক ও সেবা প্রতিষ্ঠানেও বন্ধ রয়েছে সংশ্লিষ্ট সেবা প্রদান। ১৭১টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। সবগুলো সেবাই বিঘ্নিত হচ্ছে আজ।

বাংলাদেশ সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-জিওভি সিআইআরটি) পরিচালক সাইফুল আলম খান বলেছেন, কোনো সার্ভার হ্যাক হয়নি। নিরাপত্তার স্বার্থে কিছু ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা