সূচকের নিম্নগামিতায় কমেছে লেনদেন

সূচকের নিম্নগামিতায় কমেছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নগামিতায় লেনদেন শেষ হয়েছে। একইসাথে আগের কার্যদিবসের তুলনায় এদিন কমেছে লেনদেন। পাশাপাশি শেয়ার দর কমে যাওয়ার তালিকায় ঠাঁই নিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার ডিএসইর প্রধান সূচক ৩৬ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৬ হাজার ২২০ পয়েন্টে। সেই সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক ১৫ দশমিক ৯৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৩২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে টাকার অংকে ৩৫১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৭৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে শেয়ার ও ইউনিট কেনাবেচা করেছে ৩০১টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৯টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ১৪৬টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে মাত্র ১৬টি কোম্পানির।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন