এনাম মেডিকেলের বিল দেওয়া যাবে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে

এনাম মেডিকেলের বিল দেওয়া যাবে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে
ঢাকার সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে মার্চেন্ট এবং ডিসকাউন্ট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির অধীনে, ভিসা, মাস্টারকার্ড, জেসিবি, ডাইনারস ক্লাব এবং বাংলা কিউআর ব্যবহার করে ব্র্যাক ব্যাংক ‘পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন ও বাংলা কিউআর’ ব্যবহার করে সেবা গ্রহীতাদের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করতে সক্ষম হবে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

এই পার্টনারশিপের ফলে ব্র্যাক ব্যাংকের সকল কার্ডধারী হাসপাতালের মেডিকেল প্যাথলজিকাল ডায়াগনসিস এবং রুম ভাড়ার উপর ২৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন। এই মার্চেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে কম সময়ের মধ্যে সহজেই রোগীদের অর্থ ফেরত/ক্যান্সেল করতে পারবে হাসপাতালটি।

গত ১ আগস্ট হাসপাতালটিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঢাকা ওয়েস্ট রিজিয়ন নর্থ জোনের রিজিওনাল হেড ফয়সাল হায়দার এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিরেক্টর শামস মো. এনাম।

ব্র্যাক ব্যাংকের মার্চেন্ট অ্যাকোয়্যারিং টিমের সিনিয়র ম্যানেজার দীপক চন্দ্র দাস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ঢাকা ওয়েস্ট রিজিয়ন নর্থ জোনের অ্যাক্টিং ক্লাসটার ম্যানেজার জিয়া উল হক, সাভার ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার তানভীর আহমেদ মোল্লা এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স) মো. শাহ আলম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি