এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইএফআইসি টাওয়ারে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। সকাল ১১ টায় আইএফআইসি টাওয়ার মাল্টিপারপাস হলে শুরু হয় ‘স্মরণ সভা ও দোয়া মহফিল’। সভায় দেশব্যাপী সকল শাখা-উপশাখার কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি ভার্চুয়ালি অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এৗতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শন করা হয়।
পরিশেষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ারের বক্তব্যের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে আগস্ট মাসব্যাপী ব্যাংকের সকল কর্মীরা কালো ব্যাচ ধারণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে। এর আগে গত সোমবার (১৪ আগস্ট) ব্যাংকের ৮৬৫তম পরিচালনা পর্ষদের সভায় পরিচালকরা শোক দিবসকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করেন। একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন শাখা উপশাখায় পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। এছাড়াও আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে ‘মানবিক সহায়তা কার্যক্রম’ এর আওতায় বিভিন্ন এলাকায় প্রান্তিক জানসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, দিবসটিকে কেন্দ্র করে জাতীয় বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, বিশেষ কাটআউট স্থাপন, গ্রাহকদের বৃক্ষরোপণে উদ্ধুদ্ধ করতে ক্ষুদে বার্তা প্রেরণসহ বিভিন্ন উৎকর্ষমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।