এশিয়া কাপের জন্য মিরপুরে ‘রুদ্ধদ্বার অনুশীলন’

এশিয়া কাপের জন্য মিরপুরে ‘রুদ্ধদ্বার অনুশীলন’
এশিয়া কাপের জন্য মিরপুরে অনুষ্ঠিত জাতীয় দলের রুদ্ধদ্বার অনুশীলন নিয়ে গত কয়েক দিন আলোচনা কম হয়নি। কোচ চন্ডিকা হাথুরুসিংহে হঠাৎ এমন কী অনুশীলন করাচ্ছেন যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেট বন্ধ করে নিতে হচ্ছে? বিশেষ করে মিডিয়াকে ধারেকাছে ভিড়তে না দেওয়াকে রহস্যজনক মনে করা হচ্ছে। রুদ্ধদ্বার অনুশীলনের পরিকল্পনায় জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিষয়টি গোপন রাখার যথেষ্ট প্রয়োজনীতা রয়েছে। হাথুরুসিংহে চান না ডামি প্রতিপক্ষকে নিয়ে করা কৌশল প্রকাশ পাক ফেসবুক ও ইউটিউবে অনুশীলনের ভিডিও প্রচারের মাধ্যমে।

ডামি প্রতিপক্ষ বলতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে মাঠে রেখে ম্যাচ পরিস্থিতির অনুশীলন করা। খেলোয়াড় দেশি হলেও বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিংয়ে থাকে এশিয়া কাপের দলগুলো। বিশেষ করে মুশফিকুর রহিমদের প্রতিপক্ষ বোলারদের মাথায় রেখে ব্যাটিং করাচ্ছেন কোচ।

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রথম ম্যাচ আবার লঙ্কানদের বিপক্ষে। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সম্প্রতি ভালোও করছে দেশটি। শ্রীলঙ্কার বিপক্ষে গেম প্ল্যান কী হবে সেসব ম্যাচ পরিস্থিতিতে শেখানো হচ্ছে। লঙ্কান বর্তমান দলের খেলোয়াড়দের বোলিং ও ফিল্ডিং বিশ্লেষণ করে গেমের কৌশল বর্ণনা করেন পারফরম্যান্স বিশ্লেষক কোচ শ্রীনিবাসন চন্দ্রশেখরন। প্রধান কোচ হাথুরুসিংহেকে গেম প্ল্যান করতে সাহায্য করেন অন্য কোচিং স্টাফ। সে অনুযায়ী ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে ম্যাচ খেলেন।

এশিয়া কাপের প্রতিপক্ষ অনুযায়ী কে কোন পজিশনে ব্যাট করবেন, সে অনুশীলনও করা হচ্ছে মিরপুরে। ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট চার দিনের ম্যাচ পরিস্থিতি অনুশীলন রাখা হয়েছে। রুদ্ধদ্বার এ অনুশীলনের শেষ পর্ব আজ। গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষে খেলা হয়ে গেছে মেহেদী হাসান মিরাজদের। দ্বিতীয় রাউন্ডের কথা মাথায় রেখে ভারত, পাকিস্তানেরও মুখোমুখি করা হয়েছে নাজমুল হোসেন শান্তদের।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে