গত বছরের নভেম্বরে চুক্তিভিত্তিক চাষ পদ্ধতিতে ভুট্টাচাষিদের আর্থিক সহায়তা দিতে ইউসিবি ব্যাংকের সহযোগিতায় একটি প্রকল্প চালু করে কৃষিপ্রযুক্তিবিষয়ক স্টার্টআপ আইফার্মার। প্রকল্পের অধীনে কৃষকরা মাত্র ১০ টাকায় ইউসিবি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুযোগ পান। পাশাপাশি তারা আইফার্মার থেকে আর্থিক সুবিধা ও অন্যান্য কৃষিভিত্তিক সহায়তা পান।
আইফার্মার ও ইউসিবির পক্ষ থেকে জানানো হয়, তাদের সহায়তায় বগুড়া, সিরাজগঞ্জ ও গাইবান্ধার চরাঞ্চলের ভুট্টাচাষিরা এ আর্থিক সুবিধা নেন। আইফার্মার সময়োপযোগী তথ্য-উপাত্ত, আবহাওয়ার পূর্বাভাস ও বিশেষজ্ঞ সেবা দিয়ে চাষিদের সাহায্য করেছে। চাষিরা ভুট্টার বাম্পার ফলন নিশ্চিত করতে সক্ষম হন। আইফার্মার তাদের নিজস্ব সাপ্লাই চেইনের মাধ্যমে চাষিদের সব ভুট্টা কিনে নিয়ে অর্থ পরিশোধ করে। মোট ৫৩৫ জন কৃষককে ২ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়। কৃষকরা মোট ৪ হাজার ৩৩ টন ভুট্টা উৎপাদন করেছেন।
অর্থসংবাদ/এমআই