অ্যাকুইজিশন ইন্টারন্যাশনালের ২০২৩ সালের বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছে ক্রিয়েটিভ কন্টেন্ট মার্কেটিং এবং এসইও নিয়ে কাজ করা স্টার্টআপ মাস্কলি ডিজিটাল। সাত বছর ধরে এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়ে আসছে ব্রিটেনভিত্তিক বিটুবি প্রকাশনা হাউজ অ্যাকুইজিশন ইন্টারন্যাশনাল।
সারাবিশ্ব থেকে পরিশ্রমী স্টার্টআপদের উৎসাহ দিতে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দিয়ে থাকে অ্যাকুইজিশন ইন্টারন্যাশনাল।
মাস্কলি ডিজিটাল ঢাকাভিত্তিক ক্রিয়েটিভ কন্টেন্ট মার্কেটিং এবং এসইও নিয়ে কাজ করা পি আর মার্কেটিং এজেন্সি। সংস্থাটি টেকনোলজি পি আর (যা ডিজিটাল টেক পিআর এর একটি অংশ) নিয়ে বহি:বিশ্বে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে। বিশ্বের প্রায় ৭টি দেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করছে মাস্কলি ডিজিটাল।
মাস্কলি ডিজিটাল এর প্রধান নির্বাহী নজরুল ইসলাম বলেন, আমরা আনন্দিত যে ‘মাস্কলি ডিজিটাল’ অ্যাকুইজিশন ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বিজয়ী হয়েছে। এই পুরস্কার ভবিষ্যতে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে সাহায্য করবে।
পুরস্কার সমন্বয়কারী হলি ব্ল্যাকউড অ্যাওয়ার্ড ঘোষণার প্রাক্কালে বলেন, ‘এই প্রোগ্রামটি আমাদের সেইসব ব্যবসা এবং ব্যক্তিদের উদযাপন করার জন্য একটি চমৎকার উপলক্ষ প্রদান করে, যারা কর্পোরেট ল্যান্ডস্কেপে সাড়া ফেলেছে। তারা প্রত্যেকে অতুলনীয় সাফল্যের দিকে রয়েছে। প্রত্যেক বিজয়ীকে অভিনন্দন।’
তিনি বলে, করোনাভাইরাস মহামারির প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। বিশ্বজুড়ে বিরাজ করছে অর্থনৈতিক অস্থিরতা। উচ্চ মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়েও বেশি সময় ধরে চলছে। এমন চ্যালেঞ্জ সত্ত্বেও পৃথিবীর অনেক ব্যবসা দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং অসামান্য সেবা প্রদান করে চলেছে। যারা চ্যালেঞ্জ সত্ত্বেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তাদের পুরস্কৃত করাই অ্যাকুইজিশন ইন্টারন্যাশনালের লক্ষ্য।
হলি ব্ল্যাকউড বলেন, ‘বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের বাছাই করতে বিচারক প্যানেলের মূল্যায়ন ছাড়াও গবেষণা দল তাদের নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে।’
অধিগ্রহণ আন্তর্জাতিক আধুনিক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করে ব্রিটেনভিত্তিক গ্লোবাল মিডিয়া লিমিটেডের ম্যাগাজিন অ্যাকুইজিশন ইন্টারন্যাশনাল। ব্যবসায়িক পেশাদারদের বিভিন্ন বিষয় নিয়েই কাজ করে ম্যাগাজিনটি। প্রতি মাসে তাদের ম্যাগাজিন ৮৫০০০ জনের বেশি পেশাদারদের কাছে প্রচার করা হয়, যার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ স্তরের ব্যবস্থাপক, বিনিয়োগ পেশাদার, ব্যবসায়িক উপদেষ্টা এবং পরিষেবা প্রদানকারী রয়েছে৷ সারাবিশ্ব থেকে ‘বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৩’ জয়ী হয়েছে ৮৬০টি কোম্পানি।
অর্থসংবাদ/এসএম