আর্ম লিমিটেডের ২৫ শতাংশ শেয়ার কিনল সফটব্যাংক

আর্ম লিমিটেডের ২৫ শতাংশ শেয়ার কিনল সফটব্যাংক
আর্ম লিমিটেডের ২৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছে সফটব্যাংক গ্রুপ করপোরেশন। ভিশন ফান্ড ইউনিট থেকে অবশিষ্ট এই শেয়ার কিনে প্রতিষ্ঠানটি। যার মূল্য ছিল ৬ হাজার ৪০০ কোটি ডলার। সূত্র থেকে জানা যায়, সপ্তাহের শুরুতে আর্ম লিমিটেড যখন শেয়ারবাজারে ফাইল খুলবে, তখন চুক্তির বিস্তারিত জানাবে। খবর দ্য ইকোনমিক টাইমস।

সফটব্যাংক এখন প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আর্ম লিমিটেডের কম শেয়ার বিক্রি করবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে আর্ম লিমিটেডের মূলধন সংগ্রহ ১ হাজার কোটি ডলারের চেয়ে কম হবে।

সেপ্টেম্বরে প্রত্যাশিত প্রাথমিক গণপ্রস্তাবে আর্ম লিমিটেড মূল্য ৬ হাজার কোটি থেকে ৭ হাজার কোটি ডলারের মধ্যে থাকবে বলে জানা গেছে। সফটব্যাংক প্রাথমিকভাবে ২০১৬ সালে আর্ম প্রাইভেট লিমিটেডকে ৩ হাজার ২০০ কোটি ডলারে কিনেছিল। পরবর্তী সময়ে ২০১৭ সালে ৮০০ কোটি ডলারে ভিশন ফান্ড ওয়ানের কাছে ২৫ শতাংশ অংশীদারত্ব বিক্রি করেছিল। ভিশন ফান্ড ওয়ান তার অংশীদারত্ব বিক্রি করার পরিকল্পনা আগের থেকেই করেছিল। আর সফটব্যাংক দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগকারী হিসেবে থাকতে চেয়েছিল।

সফটব্যাংকের পূর্ববর্তী স্টার্টআপ বিনিয়োগ থেকে লোকসানের মুখোমুখি হওয়ার পর এ চুক্তিতে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং আবুধাবির মুবাদালাসহ ভিশন ফান্ড ওয়ানের মূল বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক প্রমাণিত হয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না