সফটব্যাংক এখন প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আর্ম লিমিটেডের কম শেয়ার বিক্রি করবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে আর্ম লিমিটেডের মূলধন সংগ্রহ ১ হাজার কোটি ডলারের চেয়ে কম হবে।
সেপ্টেম্বরে প্রত্যাশিত প্রাথমিক গণপ্রস্তাবে আর্ম লিমিটেড মূল্য ৬ হাজার কোটি থেকে ৭ হাজার কোটি ডলারের মধ্যে থাকবে বলে জানা গেছে। সফটব্যাংক প্রাথমিকভাবে ২০১৬ সালে আর্ম প্রাইভেট লিমিটেডকে ৩ হাজার ২০০ কোটি ডলারে কিনেছিল। পরবর্তী সময়ে ২০১৭ সালে ৮০০ কোটি ডলারে ভিশন ফান্ড ওয়ানের কাছে ২৫ শতাংশ অংশীদারত্ব বিক্রি করেছিল। ভিশন ফান্ড ওয়ান তার অংশীদারত্ব বিক্রি করার পরিকল্পনা আগের থেকেই করেছিল। আর সফটব্যাংক দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগকারী হিসেবে থাকতে চেয়েছিল।
সফটব্যাংকের পূর্ববর্তী স্টার্টআপ বিনিয়োগ থেকে লোকসানের মুখোমুখি হওয়ার পর এ চুক্তিতে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং আবুধাবির মুবাদালাসহ ভিশন ফান্ড ওয়ানের মূল বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক প্রমাণিত হয়েছে।
অর্থসংবাদ/এমআই