ব্যাট হাতে তামিমের নতুন শুরু

ব্যাট হাতে তামিমের নতুন শুরু
সকাল ১০টায় শুরু হয় জাতীয় দলের অনুশীলন। ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন ক্যাম্পে থাকা প্রায় সব ক্রিকেটার। তবুও ক্যামেরার খোঁজ অন্য কিছুর। লম্বা সময় পর ব্যাটিংয়ে নামবেন তামিম ইকবাল, সবার নজর সেদিকেই। আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ, নাটকীয় অবসর, ফের ক্রিকেটে ফেরা, অধিনায়ত্ব ছাড়া, চোটের বেড়াজাল- এতকিছুর মাঝে আর ব্যাট ধরেননি তামিম ইকবাল খান। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এবার প্রথম ব্যাট হাতে মাঠে আসলেন তামিম। এ যেন ব্যাট হাতে তামিমের নতুন শুরু।

দুপুর দুইটার দিকে মিরপুর স্টেডিয়ামে আসেন তামিম। শুরুতে মেডিকেল বিভাগে গিয়ে হয় সবকিছুর রিভিউ। এরপর জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার আড়াইটার দিকে ব্যাট-প্যাড পরে আসেন একাডেমি মাঠে।

কোনো বোলার নয়, তামিম ব্যাট করেছেন থ্রোয়ারের বলে। যেটাকে ‘নকিং’-ই বলা চলে। তামিম যে নেটে ব্যাট করছিলেন, তার ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিলেন বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম ও রিহ্যাব সেন্টারের প্রধান কিরন থমাস।

প্রায় ১৫ মিনিট ব্যাটিং করেন তামিম। এ সময় তাকে স্বাচ্ছন্দ্যই দেখা গেছে। ব্যাটিং করেছেন একই থ্রোয়ারের বলে। ফেরার পথে তামিম কথা বলেন কিরনের সঙ্গে। তাকে সঙ্গে নিয়েই যান মূল মাঠের দিকে।

পিঠের চোটে লম্বা সময় ধরেই ভুগছিলেন তামিম। কয়েক দফায় চিকিৎসকও দেখান তিনি। একটা সময় অভিযোগের আঙুল তোলেন বিসিবির মেডিকেল বিভাগের দিকেও। পরে অধিনায়কত্ব ছাড়ার সঙ্গে জানান, এশিয়া কাপে খেলবেন না।

বিশ্বকাপের ঠিক আগের নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা জানান তামিম। মাঝখানে লন্ডনে গিয়ে ব্যথা কমানোর ইনজেকশন নিয়ে আসেন। এরপর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া। রোববারই প্রথমবারের মতো ব্যাট হাতে নিয়েছেন তামিম।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে