ছেঁড়া-ফাটা বাজার থেকে সরিয়ে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

ছেঁড়া-ফাটা বাজার থেকে সরিয়ে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

ক্ষতিগ্রস্ত, ছেঁড়া, পোড়া, স্যাঁতসেঁতে, মরিচা পড়া, অনেক বেশি আঁকাআঁকি করা বা লেখা থাকা, স্বাক্ষরিত এবং খণ্ডিত নোটগুলো সরিয়ে নিয়ে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।


কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত নীতিমালা অনুমোদনের ঘোষণা দিয়েছে।


বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর ধারা ২৮ অনুযায়ী, বাজারে পরিচ্ছন্ন নোট প্রচলন করা ব্যাংকের অন্যতম দায়িত্ব।


ধারায় বলা হয়েছে, ব্যাংক ছেঁড়া, বিকৃত বা অত্যধিক ময়লা নোট পুনরায় জারি করবে না। এই লক্ষ্য অর্জনের জন্য, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন নীতিমালা বা পদ্ধতি প্রণয়ন করে।


এই নীতিমালা এবং পদ্ধতি অনুসারে, বিদ্যমান পুরানো এবং অযোগ্য নোটগুলো যথাযথভাবে ধ্বংস করা হয় এবং নতুন নোট দিয়ে প্রতিস্থাপন করা হয়।


বিজ্ঞপ্তি অনুসারে, নতুন পরিচ্ছন্ন নোট নীতিমালার উদ্দেশ্য হল বাজারে নিরবচ্ছিন্ন প্রচলন নিশ্চিত করা।


এছাড়াও, নীতিটি বিদ্যমান নোটের স্থিতিশীলতা এবং বাজারে পুনর্ব্যবহারযোগ্য নোটের পর্যাপ্ত সরবরাহ বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করে।


বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা প্রণয়ন করা হয়েছে বাজার থেকে এই ধরনের নোট দ্রুত পুনরুদ্ধার ও ধ্বংস করার জন্য। এছাড়া নিরাপত্তা, গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য নতুন নোট দিয়ে সেগুলো প্রতিস্থাপন করা এবং প্রচলনে থাকা নোটের সার্বিক অবস্থার উন্নতির জন্য।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিচ্ছন্ন নোট নীতিমালায় ১৪টি প্রধান লক্ষ্য এবং কর্ম পরিকল্পনা যুক্ত করা হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি