চাঁদে পাঠানো রাশিয়ার চন্দ্রযান বিধ্বস্ত

চাঁদে পাঠানো রাশিয়ার চন্দ্রযান বিধ্বস্ত

মহাকাশ অভিযানে সাবেক সোভিয়েত ইউনিয়ন দেখিয়েছিল চমক। সোভিয়েত যুগ অবসানের পর রাশিয়া চাঁদে কয়েক যুগ অভিযান চালায়নি। ৪৭ বছর পর সম্প্রতি সে উদ্যোগ নেয় মস্কো। কিন্তু, চাঁদে রাশিয়ার এই অভিযান ব্যর্থ হয়েছে।


লুনা-২৫ নামের রুশ মহাকাশযানটি চাঁদে চন্দ্রপৃষ্ঠে অবতরণের কক্ষপথ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদেই বিধ্বস্ত হয়েছে। সোভিয়েত যুগের গৌরবোজ্জ্বল সময়ের চেয়ে রাশিয়ার মহাকাশ কর্মসূচির বর্তমান অবনতি তুলে ধরে এই ঘটনা।


রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা– রসকসমস জানায়, শনিবার গ্রিনিচ সময় ১১ টা ৫৭ মিনিটে চন্দ্রযানটির সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এসময় যানটি অবতরণের কক্ষপথের প্রস্তুতি নিচ্ছিল।


রসকসমস-এর বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে তথ্য-প্রমাণে মনে হচ্ছে, ৮০০ কেজি ওজনের চন্দ্রযানটি চাঁদের উপরিভাগের সাথে সংঘর্ষ হয়ে বিধ্বস্ত হয়। পরিকল্পনা অনুযায়ী, সোমবার যানটির চাঁদে অবতরণের কথা ছিল।


দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি আন্তঃবিভাগীয় বিশেষ কমিশন গঠন করা হয়েছে।


দীর্ঘদিন পর এই অভিযানের মাধ্যমে রাশিয়া মহাকাশ প্রতিযোগিতার অন্যান্য বড় শক্তি- যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়নের সাথে পাল্লা দেওয়ার আশা করেছিল।


চাঁদের যে অংশে জমাট বাঁধা পানি ও অন্যান্য মূল্যবান পদার্থ থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন এই চন্দ্রযানটির সেখানে অভিযান চালানোর কথা ছিল।


আগে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর জন্য ভারতের চন্দ্রায়ন-৩ মহাকাশযানের সাথে প্রতিযোগিতা করছিল রাশিয়া। সার্বিকভাবে এই প্রতিযোগিতা চীন ও যুক্তরাষ্ট্রের সাথেও। লুনা-২৫ এর ব্যর্থতায় তাতে পিছিয়ে পড়লো দেশটি।


ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এক টুইটে জানিয়েছে, আগামী ২৩ আগস্ট চন্দ্রায়ন-৩ চাঁদের বুকে অবতরণ করবে।


সবশেষ ১৯৭৬ সালে চাঁদে অভিযান চালায় রাশিয়া। এসময় তাদের লুনা-২৪ চন্দ্রযান চাঁদে নামে এবং সফলভাবে চাঁদের মাটির নমুনা সংগ্রহ করে। সেসময় ক্রেমলিনের শাসক ছিলেন লিওনিদ ব্রেঝনেভ।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া