মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর

মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
ভারতের পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। পরিবারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরেন পণ্ডিত ভবানী শঙ্কর। তারপরই শ্বাস নিতে সমস্যা হয় তার। ওই দিন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। কিন্তু ধীরে ধীরে কিডনির মতো তার শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হতে থাকে। এরপর তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়; সেখানেই মারা যান তিনি।

১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভবানী শঙ্কর। সুরের মাঝেই তার বেড়ে ওঠা। মাত্র আট বছর বয়স থেকে তবলা ও পাখোয়াজে তালিম নেওয়া শুরু করেন। তার বাবা বাবুলালজি ছিলেন একজন বিখ্যাত কত্থক শিল্পী।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া