কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের ১১৮ জন শিক্ষার্থীকে দেড় বছরের ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এরপর এসব শিক্ষার্থীদের স্নাতকোত্তর ব্যবহারিক কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে কুমুদিনী হাসপাতালে অন্তত দুই বছরের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
নতুন প্রজন্মের নার্সদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য এই সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক এই ব্যাংকটি।
এক জ্ঞিপ্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড জানায়, এ বিষয়ে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের সাথে অংশীদারিত্ব চুক্তি করা হয়েছে।
ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজীব প্রসাদ সাহা চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্যাংকটি জানায়, ভবিষ্যৎ প্রজন্মকে শিখতে, বেড়ে উঠতে ও উপার্জনে সাহায্য করতে ‘ফিউচারমেকারস বাই স্ট্যান্ডার্ড চার্টার্ড’ এর একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে গ্রহণ করা হয়েছে।
সুযোগ সুবিধার মাধ্যমে স্বাস্থ্যসেবায় দক্ষ কর্মী গড়ার পাশাপাশি শিক্ষার প্রসারে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ১৭ কোটি জনসংখ্যার একটি জাতির স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা অবশ্যই সহজ নয়। ক্রমবর্ধমান এই জনসংখ্যার চাহিদা পূরণে ব্যাপক পরিমাণে দক্ষ ও প্রশিক্ষিত নার্স এবং স্বাস্থ্যকর্মী প্রয়োজন।
কর্মক্ষেত্রে কার্যকর দক্ষতা বৃদ্ধি করাই স্ট্যান্ডার্ড চার্টার্ড এর মূল লক্ষ্য উল্লেখ করে তিনি আরও বলেন, “কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দুই বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়ে নার্সিং সেক্টরে প্রতিনিধিত্ব করতে তাদের এগিয়ে নেওয়ার জন্য কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিশ্রুতিবদ্ধ।”
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা বলেন, কুমুদিনী হাসপাতাল ১৯৪৩ সাল থেকে নার্স প্রশিক্ষণ দিয়ে আসছে। সর্বপ্রথম পাঁচজন ব্রিটিশ প্রশিক্ষক নার্সের একটি দল স্থানীয় নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন।
‘আমরা সর্বদাই নার্সদের সেরা হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, যাদের অনেকেই বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে নার্স ও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।’
অর্থসংবাদ/এসএম