হাইকোর্টে নতুন আইনজীবী হলেন ১ হাজার ২৩৩ জন

হাইকোর্টে নতুন আইনজীবী হলেন ১ হাজার ২৩৩ জন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২৩৩ জন। এখন তারা হাইকোর্ট বিভাগে মামলার কার্যক্রম পরিচালনা করতে পারবেন।


বুধবার (২৩ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বার কাউন্সিল থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।


এসময় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন, ভাইভা বোর্ডের সদস্য বিচারপতিরা, বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা এবং বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার ও উপ-সচিব মো. আফজাল উর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আনুষ্ঠানিকভাবে ঘোষণা শেষে বার কাউন্সিল সচিবের সই করার পর ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।


চলতি বছরের ৪ মার্চ হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুই ধাপে গত ৫ থেকে ১০ আগস্ট এবং ১৯ ও ২০ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট এক হাজার ৪৬০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শ্রম আদালতে যাচ্ছেন ড. ইউনূস
ন্যায়বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
বিচারপতির বাসভবনে ১১ জন প্রধান বিচারপতি
প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল চেয়ে রিটের শুনানি আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধ
ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই
হাইকোর্টে ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
আইন কমিশনের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মারা গেছেন
অপ্রয়োজনীয় সিজার বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ