সঞ্চয়পত্রের মুনাফাসহ তিন খাতের আয়ের উপর কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক এস.আর.ও জারির মাধ্যমে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্য দুই কর অব্যাহতির খাতের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত থেকে পাওয়া মুনাফা ও রফতানির বিপরীতে পাওয়া নগদ ভর্তুকি।
এনবিআরের ওই এস.আর.ও তে বলা হয়েছে, এ তিন উৎস থেকে অর্জিত আয়ের বিপরীতে উৎসে কেটে নেওয়া করের পরিমাণকে চূড়ান্ত করদায় হিসেবে নির্ধারণ করা হবে এবং উৎস থেকে অর্জিত আয়ের বিপরীতে অতিরিক্ত কোনো কর পরিশোধ করতে হবে না।
সঞ্চয়পত্র থেকে অর্জিত মুনাফা ও রফতানির বিপরীতে পাওয়া নগদ ভর্তুকির উপর সকল করদাতাকে অব্যাহতি দেওয়া হলেও সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত থেকে কর অব্যাহতি পাবে নতুন আয়কর আইনের ১৬৬(২) ধারা অনুযায়ী রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতারা।
অর্থসংবাদ/এসএম