ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ কমে দাঁড়িয়েছে মাইনাস ২৪৬ কোটি ২০ লাখ টাকা। যেখানে আগের প্রান্তিকে ফান্ডের পরিমাণ ছিল ১২ কোটি ৩৯ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে, ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটি ‘বি’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৯০ লাখ টাকা আর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা।
গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর সর্বোচ্চ ৬৪ দশমিক ১০ টাকায় উঠেছিল।
অর্থসংবাদ/এমআই