জাপানে বাড়ছে ঋণব্যয়

জাপানে বাড়ছে ঋণব্যয়
২০২৪ অর্থবছরের জন্য ঋণ পরিশোধের ব্যয় বাড়ানোর পূর্বাভাস দিয়েছে জাপানের অর্থ মন্ত্রণালয়। ব্যাংক অব জাপানের সাম্প্রতিক নীতি সমন্বয়ের কারণে সুদের হার বেড়েছে। বাজেট ব্যয় হিসাবের জন্য ব্যবহৃত পূর্বাভাসকৃত সুদের হার আগামী অর্থবছরে ১ দশমিক ১ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ করা হতে পারে। খবর দ্য মাইনিচি।

আগস্টের শেষ নাগাদ সরকারি সংস্থাগুলোকে অবশ্যই বাজেটের চাহিদা জমা দিতে হবে। পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ২০২৪ অর্থবছরের জন্য পূর্বাভাসকৃত সুদহার প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ডিসেম্বরে চূড়ান্তকরণের আগে দীর্ঘমেয়াদি ইল্ডের অবস্থার ওপর ভিত্তি করে সামঞ্জস্য আনা হতে পারে। ২০০৭ অর্থবছরের পর ১৭ বছরে এটিই প্রথম বৃদ্ধি হবে, যখন ব্যাংক অব জাপান সুদের হার ২ থেকে বাড়িয়ে ২ দশমিক ৩ শতাংশ হয়েছিল।

২০২৪ অর্থবছরের খসড়া বাজেটটি ২০২৩ অর্থবছরের ১১ হাজার ৪৩৮ কোটি ইয়ান ছাড়িয়ে যেতে চলেছে। যার অন্যতম কারণ জাপানের বার্ধক্যজনিত জনসংখ্যার বৃদ্ধি এবং প্রতিরক্ষা ও সামাজিক সুরক্ষা ব্যয় বৃদ্ধি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না