ভুয়া ফেসবুক গ্রুপ বন্ধে বিটিআরসিকে আইডিআরএ’র চিঠি

ভুয়া ফেসবুক গ্রুপ বন্ধে বিটিআরসিকে আইডিআরএ’র চিঠি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আইডিআরএ।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালক (উন্নয়ন ও গবেষণা) শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিটিআরসির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, আইডিআরএর নামে ফেসবুকে ‘আইডিআরএ বাংলাদেশ (idra bangladesh)’ নামে একটি গ্রুপ খোলা হয়েছে। এতে পাঁচ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। যার সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। যেখানে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট পোস্ট দেওয়া হচ্ছে। এতে কর্তৃপক্ষের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এ অবস্থায় ভুয়া গ্রুপটি ফেসবুক থেকে জরুরি ভিত্তিতে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে আইডিআরএ নির্বাহী পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, ফেসবুকে আইডিআরএ বাংলাদেশ নামের একটি গ্রুপ খুলে কর্তৃপক্ষের নামের বিভিন্ন ভিত্তিহীন পোস্ট দেওয়া হচ্ছে। এটি আমাদের নজরে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিটিআরসিকে জানিয়েছি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ