ভুয়া ফেসবুক গ্রুপ বন্ধে বিটিআরসিকে আইডিআরএ’র চিঠি

ভুয়া ফেসবুক গ্রুপ বন্ধে বিটিআরসিকে আইডিআরএ’র চিঠি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আইডিআরএ।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালক (উন্নয়ন ও গবেষণা) শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিটিআরসির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, আইডিআরএর নামে ফেসবুকে ‘আইডিআরএ বাংলাদেশ (idra bangladesh)’ নামে একটি গ্রুপ খোলা হয়েছে। এতে পাঁচ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। যার সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। যেখানে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট পোস্ট দেওয়া হচ্ছে। এতে কর্তৃপক্ষের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এ অবস্থায় ভুয়া গ্রুপটি ফেসবুক থেকে জরুরি ভিত্তিতে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে আইডিআরএ নির্বাহী পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, ফেসবুকে আইডিআরএ বাংলাদেশ নামের একটি গ্রুপ খুলে কর্তৃপক্ষের নামের বিভিন্ন ভিত্তিহীন পোস্ট দেওয়া হচ্ছে। এটি আমাদের নজরে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিটিআরসিকে জানিয়েছি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
৩৪ ব্যাংক ‘ব্যাংকাস্যুরেন্স’ ব্যবসায় অযোগ্য
কমেছে জীবন বিমার বিনিয়োগ, বেড়েছে সাধারণ বিমার
বিআইএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফের সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারপারসন শেখ কবির
মেটলাইফের বিমা সুবিধা পাবেন ক্যাল বাংলাদেশের কর্মীরা
বেস্ট সিইও'র স্বীকৃতি পেলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন
বিমা খাতের বড় সমস্যা কর্পোরেট গভর্নেন্সের অভাব
দুর্বল বিমা কোম্পানিকে মূলধারায় নিয়ে আসার চেষ্টা করতে হবে
যাত্রা শুরু করলো শান্তা লাইফ ইন্স্যুরেন্স