শনিবার (২৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে ফু-ওয়াং ফুডসের ৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৮৬০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৯৩ কোটি ৪৪ লাখ টাকা। তাতে কোম্পানিটি বিদায়ী সপ্তাহের লেনদেনে শীর্ষস্থান দখল করেছে। গত সপ্তাহেও ৮৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষে ছিলো খাদ্য ও আনুষাঙ্গিক খাতের এই প্রতিষ্ঠান।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট ৯৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা করেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৭ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৮১ কোটি ৮৭ লাখ, এমারেল্ড অয়েলের ৬৯ কোটি ০৭ লাখ, জেমিনি সী ফুডের ৫৭ কোটি ৭০ লাখ, লাজফার্মা হোলসিমের ৪৪ কোটি ৩১ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩৯ কোটি ৯৩ লাখ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩৬ কোটি ৮০ লাখ এবং খান বাদ্রার্সের ৩৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এমআই