মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে গাড়ি জেতার সুযোগ দিলো ‘নগদ’

মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে গাড়ি জেতার সুযোগ দিলো ‘নগদ’

মোবাইলে আর্থিক সেবার প্রতিষ্ঠান ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে যেকোনও মোবাইলে রিচার্জ করে গ্রাহকরা প্রতি সপ্তাহে জিতে নিতে পারবেন একটি সেডান গাড়ি। শুক্রবার থেকে শুরু হওয়া এই অফার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


দেশের অন্যতম জনপ্রিয় মোবাইলে আর্থিক সেবার এই প্রতিষ্ঠানটি জানায়, ঘোষিত সময়ের মধ্যে যে কেউ ‘নদগ’ অ্যাকাউন্ট থেকে ৫০ টাকা বা তার বেশি টাকা মোবাইল রিচার্জ করলে গ্রাহক প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন একটি সেডান গাড়ি।


এছাড়াও ক্রিকেট বিশ্বকাপের টিকিট, ঢাকা-কক্সবাজার-ঢাকা এসি বাসের টিকিট, সেইন্টমার্টিনে দুই দিন একরাত থাকার কাপল রিসোর্ট বুকিং, গিফট ভাউচার, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন, স্পেশাল পাওয়ার ব্যাংকসহ আরোও আকর্ষণীয় পুরস্কার।


এই অফারের আওতায় একজন গ্রাহক যতবার খুশি নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন।


এ ছাড়া নগদের মাধ্যমে বিভিন্ন প্যাক রিচার্জে গ্রাহকেরা নির্দিষ্ট ক্যাশব্যাক অফারও উপভোগ করতে পারবেন, জানায়, ‘নগদ’।


এ বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাদাত আদনান আহমদ্‌ বলেন, আমরা বিভিন্ন ক্যাম্পেইনে গ্রাহকের ব্যাপক সাড়া পেয়েছি। ইতোমধ্যে বিভিন্ন মোবাইল রিচার্জ ক্যাম্পেইনে গ্রাহকের সাড়া ছিল চোখে পড়ার মতো। দেশে মোবাইল রিচার্জ নিয়ে এর আগে এমন অফার কেউ দেয়নি। আমরা চাই গ্রাহক নগদ ব্যবহার করে লাভবান হোক।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি