এক্সিম ব্যাংকের সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা

এক্সিম ব্যাংকের সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা
কুমিল্লায় এক্সিম ব্যাংকের নেতৃত্বে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক কর্মসূচির আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ আগস্ট) কুমিল্লার বুরো বাংলাদেশ সিএইচআরডিতে দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় কুমিল্লার সকল তফসিলি ব্যাংকের মনোনীত কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোহসিন হোসাইন এবং সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মো. শাহনাওয়াজ, মো. আল-আমিন রিয়াদ, সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এক্সিম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সোলাইমান মৃধা এবং এক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলাম।

কর্মশালায় সমসাময়িক মানি লন্ডারিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং মানি লন্ডারিং প্রতিরোধে কার্যকরী পদ্ধতিসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং কর্মশালা শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাগনের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন