বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএসইকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ারদর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। বুধবার শেয়ারটি সর্বশেষ ৩ হাজার ৩৭৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। অর্থাৎ চার মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৩৩৭ টাকা ৩০ পয়সা বা ৮ হাজার ৬০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে, হিমাদ্রির কাছে শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়েছিল ডিএসই। গতকাল (বুধবার) কোম্পানিটি ডিএসইকে জানায়, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোম্পানিটির কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।