অস্বাভাবিকভাবে বাড়ছে হিমাদ্রির শেয়ারদর, তদন্তের নির্দেশ বিএসইসির

অস্বাভাবিকভাবে বাড়ছে হিমাদ্রির শেয়ারদর, তদন্তের নির্দেশ বিএসইসির
শেয়ারবাজারের এসএমই (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম) তালিকাভুক্ত হিমাদ্রি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে। মাত্র চার মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৩৮ টাকা থেকে প্রায় সাড়ে ৩ হাজার টাকায় গিয়ে স্থির হয়েছে। এমন অবস্থায় বুধবার (৩০ আগস্ট) হিমাদ্রি লিমিটেডের শেয়ার নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএসইকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ারদর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। বুধবার শেয়ারটি সর্বশেষ ৩ হাজার ৩৭৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। অর্থাৎ চার মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৩৩৭ টাকা ৩০ পয়সা বা ৮ হাজার ৬০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে, হিমাদ্রির কাছে শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়েছিল ডিএসই। গতকাল (বুধবার) কোম্পানিটি ডিএসইকে জানায়, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোম্পানিটির কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত