ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত সপ্তাহে ‘বি’ ক্যাটাগরি থেকে লেনদেন করা ফু-ওয়াং ফুড সর্বমোট লেনদেন করে ২২৫ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। যেখানে গড়ে প্রতিদিন ৪৫ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর বেড়েছে ২০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটি সর্বমোট লেনদেন করেছে ১০ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। যেখানে গড়ে প্রতিদিন ২ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৬৩ কোটি ৭০ লাখ টাকা লেনদেন করে। যেখানে গড়ে প্রতিদিন ১২ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা লেনদেন হয়।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৭৫ কোটি ৩৬ লাখ, এমারেন্ড ওয়েলের ৬৮ কোটি ১৬ লাখ ৪০ হাজার, সী পার্ল রিসোর্টের ৬৬ কোটি ১ লাখ ৫০ হাজার, ইন্ট্রাকো সিএনজির ৬৩ কোটি ৭৭ লাখ, খান ব্রাদার্সের ৬২ কোটি ৪৪ লাখ ৬০ হাজার, জেমিনি সী ফুডের ৬০ কোটি ৪৫ লাখ ২০ হাজার এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪৭ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এমআই