ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে আরামিট সিমেন্টের শেয়ারদর ৭ দশমিক ৬৪ শতাংশ কমেছে। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ দশমিক ৬১ শতাংশ। তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর ৪ দশমিক ২৯ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৫ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ২২ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৪৫ শতাংশ, আফতাব অটোমোবাইলস ৩ দশমিক ৩৬ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ৩ দশমিক ৩৫ শতাংশ, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ১৬ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৩ দশমিক ১১ শতাংশ শেয়ার দর কমেছে।
অর্থসংবাদ/এমআই