সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির দর কমেছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবস বৃহস্পতিবার ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ক্লোজিং দর ছিল ৮৬ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮০ টাকা ৮০ পয়সা। আজ রবিবার (৩ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৪৮ শতাংশ।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরডি ফুডের শেয়ারদর কমেছে ২ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারদর ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে।
রবিবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- আলহাজ টেক্সটাইল, ইনটেক, আরামিট সিমেন্ট, পূবালী ব্যাংক, ইয়াকিন পলিমার, শামপুর সুগার মিলস এবং ইমাম বাটন।
অর্থসংবাদ/এসএম