অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারাও হতে পারবেন পরিচালক

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারাও হতে পারবেন পরিচালক
ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পরে ওই ব্যাংকে ফের যোগদানের সুযোগ ছিলো না। কিন্তু এবার সেই সুযোগটাই চালু করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অবসরপ্রাপ্ত কোন ব্যাংক কর্মকর্তারা শর্তসাপেক্ষে পুনরায় ওই ব্যাংকের পরিচালক হিসেবে যোগ দিতে পারবেন। শর্ত হলো- অবসরের পরে ওই কর্মকর্তাকে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত শর্ত শিথিল করে একটি নির্দেশনা জারি করেছে।

আগের নির্দেশনায় বলা হয়েছিল, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। পাঁচ বছর অতিক্রম করার পরে পরিচালক হিসেবে যোগদান করতে পারবেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা