জবিতে নজরুল প্রয়াণ দিবস পালন

জবিতে নজরুল প্রয়াণ দিবস পালন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগ। রোববার (৩ সেপ্টেম্বর) বিভাগ মিলনায়তনে এ দিবস পালিত হয়।

'অন্তরে তুমি আছ চিরদিন' প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কন্ঠে কাজী নজরুলের বৈচিত্র গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ্। এসময় অতিথিরা কাজী নজরুল ইসলামের জীবন, কাজের পরিধি ও সমাজচিন্তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

ড. কামালউদ্দীন আহমদ বলেন, আমাদের জাতীয় চেতনায় কাজী নজরুল ইসলামের প্রভাব অতুলনীয়। প্রেম বিদ্রোহ ও সাম্যবাদের শিক্ষায় নজরুল আমাদের গর্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ যেভাবে বিভিন্ন দিবস উদযাপন করছে প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন প্রযোজনাতেও তাঁদের অংশগ্রহণ লক্ষণীয়। এই ইতিবাচক ধারাটা অব্যাহত থাকুক।

সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ বলেন, নজরুল ছিলেন সর্বার্থসিদ্ধ সুরস্রষ্ট্রা ও সাহিত্যিক। লেটোর দলে যেমন গান করেছেন, তেমনি বাংলা গানে নতুন ধারার প্রবর্তন করেছেন। যুগপৎ প্রেমিক ও বিদ্রোহী এই কবি আমাদের বাঙালির সম্পদ। অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এই গুণী একই সঙ্গে ইসলামী গান যেমন লিখেছেন, তেমনই ভোলেননি কীর্তন আর শ্যামাসংগীত রচনা করতে। রেলের ভাড়া মেটাতে অক্ষম ছিলেন, আবার কখনো-বা দামি গাড়িতে চড়তেন; এমনই বিচিত্র ছিল তাঁর জীবন। বঙ্গবন্ধু যদি তাঁকে না নিয়ে আসতেন এই বাংলায়, তবে তাঁকে এমনভাবে জানা হয়ে উঠত না।

উল্লেখ্য, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি