রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দনিয়ায় পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আন্দোলন ও ষড়যন্ত্র করছে। হরতাল, অবরোধ এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াতকে এবার আর তা করতে দেয়া হবে না। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের থেকে অনেক সুসংগঠিত ও সক্ষমতা অর্জন করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী এখন আর বিএনপি-জামায়াতকে হরতাল ও মানুষ পুড়িয়ে মারতে দেবে না।
মন্ত্রী আরো বলেন, বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই। জনগণ কোনদিন বিএনপিকে ক্ষমতায় আনবে না। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ স্থানীয় নেতারা।
অর্থসংবাদ/এমআই