অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারাও হতে পারবেন পরিচালক

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারাও হতে পারবেন পরিচালক
ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পরে ওই ব্যাংকে ফের যোগদানের সুযোগ ছিলো না। কিন্তু এবার সেই সুযোগটাই চালু করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অবসরপ্রাপ্ত কোন ব্যাংক কর্মকর্তারা শর্তসাপেক্ষে পুনরায় ওই ব্যাংকের পরিচালক হিসেবে যোগ দিতে পারবেন। শর্ত হলো- অবসরের পরে ওই কর্মকর্তাকে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত শর্ত শিথিল করে একটি নির্দেশনা জারি করেছে।

আগের নির্দেশনায় বলা হয়েছিল, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। পাঁচ বছর অতিক্রম করার পরে পরিচালক হিসেবে যোগদান করতে পারবেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি